সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- জেলা প্রশাসনের উদ্যোগে দুই বর্ধমান , বীরভূম এবং হুগলী জেলাকে নিয়ে শুরু হল যুব সংসদ এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনে শুক্র ও শনিবার দু'দিনের প্রতিযোগিতা শুরু হল।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ, জেলা পরিষদ মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরী সহ অন্যান্যরা। প্রতি জেলা থেকে ২টি স্কুল এবং ২টি কলেজ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, যুব সমাজের মধ্যে গণতান্ত্রিক মুল্যবোধ জাগ্রত হতে হবে,তবেই নাগরিক ব্যবস্থাকে সুদৃঢ় হবে। তাই এই ধরণের প্রতিযোগিতার গুরুত্ব বাড়ছে।