তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ তুলে, তারই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কাঁকসার বিভিন্ন প্রান্তে বাউল গানের মাধ্যমে চলছে প্রতিবাদ। শুক্রবার সকালে পানাগর নাগরিক মঞ্চের পক্ষ থেকে কাঁকসার বাইপাশ সংলগ্ন একটি জলাশয়ের ধারে পুকুর ভরাটের প্রতিবাদে আন্দোলন শুরু করেন পানাগড় নাগরিক মঞ্চের সদস্যরা।
তাদের আন্দোলনে যোগ দেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত। এদিন তিনি বাউল গানের মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য সাধারণ মানুষকে সচেতন করেন পাশাপাশি পানাগর নাগরিক মঞ্চের সাথে জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
পানাগর নাগরিক মঞ্চের সদস্যরা জানিয়েছেন বেআইনিভাবে কাঁকসার বিভিন্ন প্রান্তে জলাশয় ভরাটের কাজ চলছে। কাঁকসার বিডিও সহ প্রশাসনিক আধিকারিকদের জানিতেও কোনো সুরাহা হয় নি।তাই আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।