তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শিশু দিবস উপলক্ষে কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে পানাগর বাজারের চৌমাথা মোড় থেকে পানাগড়ের দার্জিলিং মোড় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিলে কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ, কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা,কাঁকসার পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ছাড়াও এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
এদিন মিছিল থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারের পাশাপাশি শিশু দিবস উপলক্ষ্যে সমস্ত বাইক ও স্কুটি চালকরা যাতে তাদের শিশুদের বাইকে ও স্কুটিতে করে যাওয়ার সময় মাথায় হেলমেট পরে চালায় সেই বিষয়ে সচেতন করেন পুলিশ আধিকারিকরা।