তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মঙ্গলবার সকালে কাঁকসার মাধব মাঠে মশা মারার তেল স্প্রে করা হয়।এদিন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের একটি দল কাঁকসা মাধবমাঠের বিভিন্ন প্রান্তে মশা মারার তেল স্প্রে করার পাশাপাশি এলাকায় কেউ জ্বরে আক্রান্ত আছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন পঞ্চায়েতের সদস্য লাল্টু চ্যাটার্জি ও পঞ্চায়েতের কর্মীরা।
লাল্টু চ্যাটার্জি জানিয়েছেন প্রতি নিয়ত ডেঙ্গি রুখতে মশা মারার তেল স্প্রে করা হয়।লিফলেট বিলি করে সচেতন করা হয় সকলকে।