সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : সিপিএমের মিছিলে হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষে থেকে । সোমবার বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহালে ঘটনাটি ঘটে ।
সোমবার অন্ডালের দক্ষিণখন্ড ও পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহাল এলাকায় 'গ্রাম জাগাও বাংলা বাঁচাও'- কর্মসূচিতে পদযাত্রা করলো সিপিআইএম । দক্ষিণখন্ডে কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য শাসকদলের পক্ষ থেকে স্থানীয়দের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।
অন্যদিকে মহালে সিপিএমের মিছিলে বাধা মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে । দলের নেতা সুভাষ বাউরী জানান এদিন সাড়ে দশটা নাগাদ মহাল মোড় থেকে মিছিল শুরু হয় । তিনি অভিযোগ করেন কিছুদূর যাওয়ার পর মিছিলের উপর আচমকায় হামলা চালায় তৃণমূলের লোকজন ।
মিছিলের সামনে ছিল মাইক বাঁধা একটা টোটো । হামলাকারীরা টোটো টি তে ভাঙচুর চালায় । ঘটনায় দলের তিনজন আহত হয় । হামলার কথা জানিয়ে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান সুভাষবাবু । অন্যদিকে হামলার কথা অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে ।