তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এলাকাবাসীর সুবিধার জন্য মঙ্গলবার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি ছাড়াও বিদ্যুৎ দপ্তরের সমস্যা সমাধান করার জন্য এবং কৃষকদের সহজে কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রাংশ কেনার ও কৃষি লোন পাওয়ার জন্য কাউন্টার খোলা হয়।
ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগম জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে। যেখানে গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ সকাল থেকেই ভিড় জমান রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যে সমস্ত মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই, তাদেরও লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়।
এদিন দুয়ারে সরকার ক্যাম্পে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ছাড়াও পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং কাঁকসা বিডিও অফিসের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।