সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- আগামী বোরো ও রবির মরশুমে ডিভিসি'র জল বন্টন করা নিয়ে সোমবার এক উচ্চপর্যায়ের এক বৈঠক হয়ে গেল বর্ধমান সার্কিট হাউসে। এই বৈঠক ডিভিশনাল কমিশনার বিজয় ভারতীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এখানে পাঁচটি জেলার আধিকারিকরা অংশ নেন।এছাড়াও কৃষি দপ্তর ও ডিভিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ঠিক হয়েছে; আগামী ২৬ শে ডিসেম্বর থেকে বোরোর জল দেওয়া শুরু হবে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে রবিচাষের জল দেওয়া।
বিজয় ভারতী জানান; এবারে মোট ২. ৩৫ লাখ একর ফিট জল পাওয়া যাবে। গত মরশুমে এই পরিমাণ ছিল ৩.৩০ লাখ একর। গতবারের চেয়ে এবারে প্রায় ১০ শতাংশ এলাকায় কম জল মিলবে। এই পরিমাণ গতবারের চেয়ে কিঞ্চিৎ কম হলেও তাতে তেমন বড় অসুবিধা হবে না।
তিনি জানান; পূর্ব বর্ধমান জেলা ৪৭;৫৫০ একর ফিট ; পশ্চিম বর্ধমানে ১৬৫০ একর ফিট ; বাকুড়ায় ১০০০০ একর ফিট ; হুগলী জেলায় ২০০০০ একর ফিট এবং হাওড়া জেলায় ২৮০০ একরে জল দেওয়া হবে।জানা গেছে বোরো চাষে ১০ দিন অন্তর মোট ৫ বার জল দেওয়া হবে। রবিতে দেওয়া হবে মোট ৩ বার।