সংবাদদাতা, অন্ডাল:- বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল গ্রাহকদের হাতে সেগুলি ফিরিয়ে দিল অন্ডাল GRP। সোমবার অন্ডাল GRP পক্ষ থেকে 'ফিরে পাওয়া'- নামক একটি অনুষ্ঠান করা হয় । সেই অনুষ্ঠানেই উদ্ধার করা মোবাইলগুলি গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডাল GRP থানার আধিকারিক সুজন ঘোষ ও অন্যান্য অফিসারেরা । ২০২২ সময়কালে যেসব ব্যক্তির মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ নথিভুক্ত করেছিলেন GRP থানায়, এরমধ্যে ১২ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ।
উদ্ধার হওয়া মোবাইলগুলি গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় আজ অনুষ্ঠানে । হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে সম্ভবত খুশি গ্রাহকেরা