Type Here to Get Search Results !

ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে কাঁকসা থেকে আটক করলো বেআইনি বালি বোঝাই ট্রাক্টর



তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনি বালি পাচার রুখতে তৎপর জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতর।সোমবার সাত সকালে কাঁকসার সিলামপুর রোড থেকে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। ট্রাক্টর টিকে কাঁকসা থানায় সেফ কাস্টডিতে রাখা হয়েছে।










জানা গেছে জেলা প্রশাসনের নির্দেশে মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে বেআইনি ভাবে বালি বোঝাই করে পাচারের সময় ট্রাক্টর টিকে আটক করে। তবে কোনো চালককে আটক করা হয় নি বলে প্রশাসন সূত্রে খবর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad