তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুধবার কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পানাগর বাজারের মিত্র সংঘ ক্লাবে সাধারণ মানুষের সুবিধার জন্য দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তরের কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। যারা এখনো পর্যন্ত প্রকল্পের সুবিধা পাননি তারা আবেদন করছেন সরাসরি ক্যাম্পে।