নীলেশ দাস, আসানসোল:- বালির গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যুর ঘটনায় আসানসোলের বার্নপুরে মৌন মিছিল করা হল।বুধবার বার্নপুর নাগরিক সচেতনতা মঞ্চের উদ্যোগে এই মৌন মিছিল করা হয়েছে।
এই মৌন মিছিলের মাধ্যমে তাদের দাবি অবিলম্বে এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে।এমনকি বালি গাড়ি পরিবহনের জন্য বার্নপুরের পরিবর্তে অন্য রুট করতে হবে।এদিনের এই মৌন মিছিল পুরো বার্নপুর এলাকা পরিক্রমা করে।