তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সারা ভারত কৃষকসভা ও খেতমজুর ইউনিয়ন বনকাটি অঞ্চল কমিটির উদ্যেগে পঞ্চায়েতে দূর্নীতি , 100 দিনের কাজ চালু ,বকেয়া বেতন প্রদান সহ কয়েক দফা দাবিতে বনকাটি গ্রাম পঞ্চায়েতে মিছিল সহ ডেপুটেশন দেওয়া হয়।
উপস্থিত ছিলেন জেলা খেতমজুর ইউনিয়ন এর সম্পাদক কমঃ বীরেশ মণ্ডল,গণআন্দোলনের নেতা কমঃ অলক ভট্টাচার্য,কমঃপঙ্কজ রায়সরকার,কৃষকনেতা কমঃ রণজীৎ দত্ত ,কমঃ দেবতোষ ব্যানার্জি,কমঃমুর্শিদ আলী ,খেতমজুর ইউনিয়ন এর থানা সম্পাদক কমঃ তুলসী কেশ ,যুবনেতা কমঃ বৃন্দাবন দাস,আদিবাসী আন্দোলনের নেতা কমঃ ভৈরব টুডু সহ অন্যান্য নেতৃবৃন্দ।