Type Here to Get Search Results !

অবৈধ কয়লা, বালি পাচারের বিরুদ্ধে কংগ্রেসের ডেপুটেশন



সংবাদদাতা, অন্ডাল : অবৈধ কয়লা ও বালি পাচার বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার অন্ডাল থানায় বিক্ষোভ কর্মসূচি করলো জাতীয় কংগ্রেস । বিক্ষোভ শেষে আধিকারিক এর হাতে দেওয়া হয় স্মারকলিপি ।










বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে বারোটা পর্যন্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অন্ডাল থানা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করল জাতীয় কংগ্রেস । কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি রবিন মিশ্র, প্রদেশ কংগ্রেস সদস্য প্রশান্ত পান্ডা, অজয় পান্ডা সহ অন্যরা । 










দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় অন্ডাল থানার শ্রীরামপুর, রামপ্রসাদপুর ও মদনপুর এলাকার বালিঘাট থেকে অবৈধ বালি পাচার করা হচ্ছে । এরফলে রাজস্ব ক্ষতির পাশাপাশি বালি পাচারের কারণে এলাকার রাস্তাঘাটের ও ক্ষতি হচ্ছে । অবৈধ বালি পাচার বন্ধ করার জন্য পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে দাবি করা হয় দলের পক্ষ থেকে । 











পাশাপাশি তাদের অভিযোগ ডিও-র (ডেলিভারি অর্ডার ) আড়ালে অবৈধ কয়লা পাচার চলছে । মুনাফার অংশ পৌঁছে যাচ্ছে শাসকদলের নেতা ও পুলিশ প্রশাসনের একাংশের কাছে বলে অভিযোগ তাদের । বিক্ষোভ শেষে থানা আধিকারিকের হাতে দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad