নীলেশ দাস,কুলটি:- কুলটি কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ আহত বেশ কয়েকজন , ঘটনাস্থলে পুলিশ, কলেজ প্রাঙ্গণে উত্তেজনা ।পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত কুলটি কলেজে আজ মঙ্গলবার দুপুরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এমনটাই অভিযোগ । যার ফলে আহত হয় একাধিক কলেজের পড়ুয়া এবং একজন কলেজ স্টাফ ।
মঙ্গলবার ঘটনার সম্বন্ধে জানা যায় কুলটি কলেজের নন টিচিং স্টাফের তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । এই রক্তদান শিবির কে কেন্দ্র করে শুরু হয় বচসা । কলেজের আরেক ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে । বচসার জেরে শুরু হয় হাতাহাতি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত বেশ কয়েকজন বলে অভিযোগ ।
ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ কুলটি কলেজ প্রাঙ্গনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অন্যদিকে এস এফ আই এর অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তৃণমূলের ছাত্র পরিষদের পাল্টা অভিযোগ সম্পূর্ণ ঘটনা ভুয়ো বলে জানিয়েছেন। তারা কিছুই জানেন না। তবে কুলটি কলেজ জুড়ে এখনও রয়েছে উত্তেজনা ।