তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোটা গ্রামের রাস্তায় লরি চালকদের হাতে আক্রান্ত হলেন ৩জন গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাত্রে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে অবস্থিত একটি বেসরকারি সিমেন্ট কারখানার সামনে।
আক্রান্ত কোটা গ্রামের বাসিন্দা অমিত গুঁই এর অভিযোগ তারা রাত্রে এক পরিচিতের বাড়ীর অনুষ্ঠান সেরে কোটা গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাস্তায় একাধিক লরি দাঁড়িয়ে থাকার কারণে রাস্তার উপরে তাদের দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে হয়।যার কারণে গাড়ি থেকে নেবে তাদের রাস্তা ছাড়ার কথা বলতেই তাদের ৩জনের উপরে চড়াও হয় লরি চালকরা।রীতিমত রড,সাবল নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ করেন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন গ্রামের বাসিন্দারা।এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ।বুদবুদ থানার পুলিশ এক লরি চালক যে গ্রেফতার করে।