সোমনাথ মুখার্জী ,অন্ডাল :- দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে তৃণমূল নেতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সোমবার অন্ডাল থানায় বিক্ষোভ দেখাল বিজেপি ।শনিবার মেদিনীপুরে একটি দলীয় সভায় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরি কু-মন্তব্য করেন বলে অভিযোগ । তার এই মন্তব্য ছড়িয়ে পড়তে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে । প্রতিবাদে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা । মন্তব্যটি ঘিরে রাজ্যে রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড় ।
দেশের রাষ্ট্রপতি সম্পর্কে তৃণমূল নেতার কুকথা কে হাতিয়ার করে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দল বিজেপি । শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি দলের পক্ষ থেকে করা হচ্ছে প্রতিবাদ সভা, ধিক্কার মিছিল । সোমবার বিজেপি দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি করা হয় অন্ডাল থানা চত্বরে ।
কর্মসূচি শেষে অখিল গিরির গ্রেপ্তার ও পদত্যাগের দাবিতে থানায় স্মারকলিপি জমা দেওয়া হয় বিজেপির তরফে । মিছিলে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লকের মন্ডল (২) সভাপতি আনন্দ গোপ,জয়ন্ত মিশ্র, ছিলেন আসানসোল জেলা কমিটির সদস্য সোমনাথ মোদী সহ অন্যরা ।
সোমনাথ মোদী জানান,অখিল গিরি দেশের মহিলা রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তা রাষ্ট্রপতি পদ ও জনজাতি সম্প্রদায়ের মানুষ ও দেশের মহিলাদের অপমান । এটাই তৃণমূলের সংস্কৃতি । অখিল গিরির পদত্যাগ ও তাকে গ্রেফতারের দাবি ও জানান বিক্ষোভকারী-রা ।