Type Here to Get Search Results !

পূর্ব রেলের উইমেন্স ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হল অন্ডালে



সংবাদদাতা, অন্ডাল :- সোমবার অন্ডালের চিত্তরঞ্জন ইনস্টিটিউটে আয়োজিত হল পূর্ব রেলের ওয়েমেন্স ইউনিয়নের সম্মেলন। এই সম্মেলনে রেলের ওয়েমেন্স ইউনিয়নের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন । কেন্দ্র সরকারের সংস্থা ভারতীয় রেল, এই ভারতীয় রেলের পূর্ব রেলের অন্ডাল শাখার ওয়েমেন্স ইউনিয়নের এ দিনের এই সম্মেলন থেকে উঠে এলো যেভাবে কেন্দ্র সরকার ভারতীয় রেলকে বেসরকারীকরণের পথে ঠেলে দিচ্ছে যে কোন উপায়ে সেটা আটকাতে হবে ।










এদিনের এই সম্মেলনে হাজির পূর্ব রেলের ওয়েমেন্স ইউনিয়নের সভাপতি অমিত কুমার বর্মন বলেন, কোনভাবেই ভারতীয় রেলকে বেসরকারি করনের পথে যেতে দেওয়া হবে না । আর সেই কারণেই তাদের এই ধরনের সম্মেলন ।  এই সম্মেলন থেকে তিনি বলেন তাদের এই ধরনের আন্দোলন আরও ১৭ টি জনে ছড়িয়ে দেওয়া হবে । ভারতীয় রেলকে বেসরকারিকরণ থেকে বাঁচাতে বড়সড় আন্দোলনে প্রস্তুত তারা । 











তিনি আরো বলেন কেন্দ্র সরকারের যে জনবিরোধী নীতি এবং যার কারণেই ভারতের সবথেকে বড় শিল্প রেল আজ বেসরকারিকরণের পথে । তাদের এই আন্দোলন প্রতিবাদ প্রতিরোধে পরিবর্তন করতে এই ধরনের কর্মসূচি বলে জানান তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad