তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আগুনে পুড়ে ভস্মীভূত কাঁকসার পানাগড় গ্রামের ক্যানেলপার এলাকার এক বাসিন্দার বসত বাড়ি।তুষার সাহা নামের বাড়ির মালিক জানান তিনি লিজ নিয়ে পুকুরে মাছ চাষ করেন।সেই কারণে পুকুরের পাড়েই মাটির বাড়ি বানিয়ে বসবাস করতেন।
সোমবার তিনি পানাগড় গ্রামের বাড়িতে যান। সকালে তিনি পুকুর পাড়ে এসে দেখেন তার গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।এর পরেই তিনি কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে।মঙ্গলবার বিকালে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তুষার সাহা আরো জানান গত ৩০ বছর ধরে তিনি পুকুরে মাছ চাষ করেন।সেই কারনে একটি বাড়ি বানানো ছিলো।তার ভিতরে মাছ ধরার জাল সহ অন্যান্য সামগ্রীও ছিলো।
আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।কি ভাবে আগুন লাগে তা জানা যায় নি।ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।