সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের (Durgapur) বিধাননগরের জোনাল মার্কেটে গতিধারা প্রকল্পের নতুন অটোরিকশা স্ট্যান্ড করা'কে কেন্দ্র করে মঙ্গলবার পুরোনো অটো চালকদের সাথে বচসা হয়। দুই পক্ষের বচসা থেকে চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয় পুরোনো অটোরিকশা চালকরা ওই এলাকা থেকে নতুন করে অটো স্ট্যান্ড করতে বাঁধা দেয় বলে অভিযোগ।
গতিধারা প্রকল্পের নতুন অটোরিকশা চালকরা অভিযোগ নিয়ে নিউ টাউনশিপ থানার পুলিসের দ্বারস্থ হয়। পুলিস দুই পক্ষ'কে নিয়ে বৈঠক করেন।পুরোনো অটো চালকদের অভিযোগ, গতিধারা প্রকল্পের অটো গ্রাম থেকে শহরে পরিসেবা দেবে। সেখানে তাঁরা অবৈধভাবে এই এলাকায় অটো স্ট্যান্ড করছে। এর ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হবে। এবং ব্যবসায়ীদের সমস্যা হবে।
নতুন অটো চালকদের দাবি, তাঁরা সরকারি অনুমোদনে রুট পেয়েছে। প্রায় ২০ টি নতুন অটোরিকশা দুর্গাপুর এসবি মোড় থেকে জোনাল মার্কেট পর্যন্ত রুটের অনুমতি পেয়েছে। তার পরেও পুরোনো অটো চালকরা তাঁদের অটো ওই এলাকায় দাঁড়াতে দিচ্ছে না।