সংবাদদাতা,পূর্ববর্ধমান:- পায়ে দড়ি বাঁধা অবস্থায় বাড়ির পিছনে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের নারায়ণপুর গ্ৰামে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠিয়েছে।মৃত যুবতীর নাম দুলালী মালিক(২৪)।
রোজকার মত শনিবার রাতে দুই বোন ঘরে শুতে যায় রবিবার সকালে ঘরের পিছনের দিকে অংশে কার্ণিশ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা । তবে দুটি পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল সেই জন্য পুরো ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে ।
আত্মহত্যা যদি হয় তাহলে পায়ে দড়ি বাঁধা কি করে ? নেপথ্যের কারণ কি তা জানতে কৌতুহল গোটা এলাকায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।