সংবাদদাতা, অন্ডাল:- আজ অন্ডাল বিমানবন্দরে নেমে বিরোধী দলকে মু তোড় জবাব দিলেন শত্রুঘ্ন সিনহা। কুলটিতে পোস্টার পড়েছিল সাংসদ নিখোঁজ। শত্রুগ্ন বললেন প্রতিমাসেই তিনি আসেন এবং অনেকদিন ধরেই তিনি এখানে থাকেন। মানুষের কথা শোনেন এবং কাজ করেন গত মাসে প্রায় ১৫ দিনের উপর ছিলেন দুর্গা পুজোর উৎসবের জন্য।
আজকে তিনি এসেছেন ছটঘাট গুলো তার এলাকার সব পরিদর্শন করতে এবং ছট উৎসবে শামিল হতে এবং হিন্দিবাসীদের এই বড় পরবে তিনি তাদের সঙ্গেই থাকতে চান। ছোটবেলায় তার মায়ের কথাও তুলে ধরেন ছট পরব নিয়ে।
তিনি আরো বলেন বিরোধীরা টাকার জোরে অনেক কিছুই বলছে, তাদের পোস্টার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কথার বিরুদ্ধে দলের সমর্থক রাই বলবে এবং মন্তব্য করেওছেন তার প্রয়োজন পড়বে না এইসব বিষয়ে মন্তব্য করার।
পাশাপাশি তিনি এদিন অন্ডালের সিঁদুলির ছট ঘাট পরিদর্শন করেন।