তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার ভালুককোঁদার জঙ্গলের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতের পরিচয় জানাতে পারে নি । তদন্ত চলছে বলে জানায় পুলিশ । মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
স্থানীয় বাসিন্দারা দেখেন জঙ্গলের এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে । এর পর তারা পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে আসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এই ঘটনায় ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।