Type Here to Get Search Results !

কাঁকসায় বন্ধ কারখানায় ভহাবহ ডাকাতি




তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসায় বন্ধ কারখানায় ভহাবহ ডাকাতির ঘটনা ঘটলো । আনুমানিক দেড় কোটি টাকার তামার তার এবং যন্ত্রাংশ নিয়ে যায় বলে জানান নিরাপত্তা রক্ষীরা । 









ঘটনা সূত্রে জানাযায় রবিবার রাত ৯টা নাগাদ ডাকাত দল কারখানার পাঁচিল টপকে বন্ধ কারখানায় প্রবেশ করে এবং নিরাপত্তারক্ষীদের বেঁধে একটি ঘরের মধ্যে পুরে রেখে ডাকাতি করে । এমন ভয়াবহ ডাকাতির ঘটে কাঁকসার বামুনাড়া  শিল্পতালুকের সারন ইস্পাত কারখানায় । 








নিরাপত্তারক্ষীরা জানান ডাকাত দলটির প্রায় প্রত্যেকের হাতে বন্দুক ছিল এবং তারা প্রথমেই নিরাপত্তা রক্ষীদের বেঁধে তাদের মবাইল কেড়ে  নেয় । এরপরে ডাকাত দলটি কারখানার তামার তার এবং দামি যন্ত্রাংশ ছিল তা নিয়ে যায় । জলের পাম্প , তামার তার এবং স্টোররুমে থাকা যন্ত্রাংশ নিয়ে যায় ডাকাতেরা । খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ আসে এবং তদন্ত শুরু করে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad