তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রতি বছরের মত এবছরও কালী পুজোর পরের দিনে মঙ্গলবার কাঁকসার রাজকুসুম গ্রামের জঙ্গলে বন কালীর পুজো দিতে হাজার হাজার মানুষ ভিড় জমান।
পুজোর সূচনা কে করেছিলো তা সঠিক কারোর জানা নেই তবে প্রায় সাড়ে চারশো বছর ধরে জঙ্গলের মধ্যেই সাড়ম্বরে পুজোর আয়োজন করা হয়।রাজকুসুম সহ আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ ভিড় জমান এই পুজো উপলক্ষ্যে জঙ্গলে।
পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন স্বপ্নাদেশ পেয়ে বহু বছর আগে জঙ্গলেই পুজো হতো।কিন্তু পরে ঘন জঙ্গলে পুজো দিতে আসতে নানান অসুবিধার মধ্যে পড়তে হতো।সেই কারনে এই দেবীর পুজো শুরু হয় কাঁকসার গোপালপুরে।তবে দেবীর নির্দেশে কালী পুজোর পরের দিনে দিনের বেলায় পুজোর আয়োজন করা হয়।