তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রতি বছরের মত এবছরও কালী পুজো উপলক্ষ্যে কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।মঙ্গলবার দুপুরে পুজোর খিচুড়ি ভোগ নিজে হাতেই পরিবেশন করলেন কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ পুলিশ আধিকারিকরা।
পুজো কমিটির সদস্য পল্লব বন্দোপাধ্যায় জানিয়েছন প্রতিবছর কাঁকসা থানা প্রাঙ্গনে কালী পুজো উপলক্ষ্যে কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।এই বছরও একই ভাবে সেই আয়োজন করা হয়েছে।পুজো উপলক্ষ্যে সাধারণ মানুষের উৎসাহ থাকে প্রতি বছর পুজোকে ঘিরে।
পাশাপাশি কালী পুজো উপলক্ষ্যে মঙ্গলবার কাঁকসা থানা প্রাঙ্গনে কাঁকসা থানার গ্রাম রক্ষী বাহিনীর উদ্যোগে প্রায় সাড়ে তিনশো জন দুঃস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন কাঁকসা থানার ভার প্রাপ্ত আইসি,কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা,কাঁকসার বিডিও পর্ণা দে সহ অন্যান্য আধিকারিকরা।
পাশাপাশি এদিন কাঁকসা ব্লকের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি এবছর দুর্গাপুজোর ও মহরম খেলার প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় একই সাথে এলাকার ১০ জন ছট পুজোর ব্রতীদের হাতে পুজোর ডালি তুলে দেওয়া হয়।
এছাড়াও এদিন কালী পুজো উপলক্ষ্যে এলাকার মানুষ কে মনোরঞ্জন করতে কাঁকসা থানা প্রাঙ্গনে ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়।মঙ্গলবার সন্ধ্যায় ম্যাজিক শো দেখতে কাঁকসা থানা প্রাঙ্গনে দর্শকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।