শুভময় পাত্র, বীরভূম:- বীরভূমের বোলপুরের কাছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার। গ্রেপ্তার অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ছটি ওয়ান শাটার পাইপ গান, ৩ রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ।
বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজার ও সিয়ান গ্রামের মাঝে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক অবৈধ অস্ত্র ব্যবসায়ী। গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম রমজান শেখ। বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত ধোয়া গ্রামের বাসিন্দা। ধৃত রমজান শেখের কাছ থেকে ছয়টি ওয়ান ছাটার পাইপ গান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
এদিন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, গোপন সূত্রে খবর ছিল। একজন অস্ত্র ব্যবসায়ী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্রি করতে যাচ্ছে। বীরভূম জেলা পুলিশ বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে।
সেই টিমে ওসি শান্তিনিকেতন, দুবরাজপুর ওসি ও পারুই থানার ওসি দের নিয়ে পুলিশের বিশেষ টিম গঠন হয়। পুলিশ রমজান শেখ কে ফলো করে লায়েকবাজার ও সিয়ান গ্রামের মাঝে একটি জায়গা থেকে বিপুল পরিমাণে আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার করেছে।
পুলিশ রমজান শেখ কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত বলে এমনটাই মনে করা হচ্ছে। এ ধরনের বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসছিল ? কাকে পৌঁছানোর কথা ? অস্ত্র উদ্ধারের পুরো ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে বীরভূম জেলা পুলিশ।
বীরভূম জেলায় বারবার এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা পুলিশ প্রশাসনের। কি কারনে এত অস্ত্র বীরভূমের মধ্যে ঢুকছে কোথায় বা তৈরি হচ্ছে কি উদ্দেশ্য নিয়েই যে বীরভূমে আসছে সে বিষয়ে বিশদভাবে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।