সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি থেকে এবিপিট কোলিয়ারি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। মূলত এই রাস্তাটি কুমারডিহি গ্রাম থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার প্রধান রাস্তা । কুমারডিহির সি এম প্রজেক্ট ৫ নম্বর এলাকা থেকে এবিপিট পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরেছে ।
এই রাস্তায় নিত্যদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা । এই রাস্তার উপর দিয়ে অনবরত চলছে ইসিএল এর ওভারলোডিং কয়লা বোঝাই গাড়ি । একই রাস্তাখানা খন্দে ভরা তার ওপর ইসিএল এর কয়লা বোঝায় ওভারলোডিং গাড়ি। যেকোনো সময় গাড়ি থেকে কয়লা চাঙড় পড়ে পথ চলতি মানুষের বিপদ ঘটাতে পারে।
সব জেনেও ইসিএল এর বাঁকোলা এরিয়ার এর সিএম প্রজেক্ট কর্তৃপক্ষ উদাসীন। এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করা এক টোটো চালক জানাই, এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে টোটোর মেরামতির খরচ বেড়েছে দ্বিগুণ । তার ওপর রাস্তা এতটাই খারাপ যে গাড়ি নিয়ে যেকোনো সময় উল্টে যাওয়া সম্ভাবনা রয়েছে । সমস্ত বিপদের ঝুঁকি নিয়েই পেটের দায়েই টোটো চালানো, বলে জানায় টোটো চালক । যদিও এই রাস্তার ব্যাপারে ই সি এল এর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।