সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর:-পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পার্কগুলির মধ্যে অন্যতম হলো কুমারডিহি গ্রামের ডিহি পার্ক।প্রত্যেক বছর শীত এলেই পার্কে বনভোজনকারীদের ভিড় জমে।কিন্তু বর্তমানে প্রার্থীর অবস্থা একেবারে করুন।জঙ্গলে ভরেছে পার্কের বেশিরভাগ অংশ।
রক্ষণাবেক্ষণের অভাবেই পার্কের এই অবস্থা বলে স্থানীয়দের একাংশ মনে করছেন।যদিও পার্কের সম্পাদক অনুপ ভট্টাচার্য জানান, পরপর কয়েকটি উৎসব গেল তার ওপর ছিল নিম্নচাপের বৃষ্টি সে কারণেই পার্কে গজিয়েছে জঙ্গল।তবে শীতের আগেই পার্টিকে সম্পূর্ণরূপে পরিষ্কার-পরিচ্ছন্ন করে উপযুক্ত করে তোলা হবে বলে জানান তিনি।
এ ছাড়াও তিনি বলেন শীতকালের আগে বনভোজনকারীদের জন্য আলাদা আলাদা পিকনিক স্পটে ভাগ করা হবে পার্কের বিভিন্ন এলাকা।জাতীয় শীতে বনভোজন করতে এসে সমস্যায় পড়তেন না হয় বনভোজনকারীদের।