Type Here to Get Search Results !

টোটোর দৌরাত্বে অতিষ্ঠ পাণ্ডবেশ্বরের বনগ্রামবাসী




সংবাদদাতা, লাউ দোহা :- পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বনগ্রাম পানসিউলি এলাকায় টোটোর দৌরাত্বে অতিষ্ঠ স্থানীয় মানুষজন । রাস্তার যেখানে সেখানে অযথাই দাঁড়িয়ে পড়ে টোটো, ফলে রাস্তায় জ্যামের সৃষ্টি হচ্ছে অনবরত, এমনটা অভিযোগ স্থানীয়দের একাংশের ।














 এছাড়া টোটো চালকরা নিয়ম-নীতির তোয়াক্কা না করেই  ঢুকে পড়ে বাজারের মধ্যে । ফলে হামেশাই যানজটের সৃষ্টি হয়ে যায় । পরম ভোগান্তি ভুগতে হয় পথ চলতি মানুষদের । এছাড়াও রাস্তায় অন্যান্য যানবাহন নিয়ে যাওয়া ও দুঃসাধ্য হয়ে ওঠে । শনিবার বনগ্রাম এলাকায় বসে সবজির হাট । আর এই হার টাকায় এলাকা এবং আশেপাশের গ্রামের বহু মানুষ কেন বেচার জন্য আসেন এখানে । রাস্তায় অযথা টোটোর হয়রানির ফলে নাজেহাল হাট ব্যবসায়ী রাও ।














 মনোগ্রাম অঞ্চলের তৃণমূলের প্রাক্তন প্রধান গঙ্গাধর গোস্বামী জানান, বেকার যুবকরা টোটো নিয়ে ব্যবসা করছে ভালো কথা, কিন্তু অযথাই রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে যানজটের সৃষ্টি করছে । কেউ বলতে গেলেই ঝামেলায় জড়াচ্ছে টোটো চালকরা । টোটো চালকদের এই গতিবিধির বিষয়ে উদাসীন পুলিশ প্রশাসনও । ফলে সপ্তাহের প্রত্যেকদিন টোটোর কারণে সমস্যা তো রয়েছেই  সবজির হাট বসে সেদিন অবস্থা হয়ে যায় সাংঘাতিক কঠিন । এই যানজটের কারণে বনগ্রাম বাজারে ব্যবসায়ীদের ব্যবসা ও সেভাবে হয় না বলে অভিযোগ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad