শুভময় পাত্র, বীরভূম:- আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী বীরভূমে। বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দী বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক দুটি কার্তুজ, আরো একটি অত্যাধুনিক বন্দুক সহ চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি বাইকে করে দুজন নানুর থানার পালুন্দিগ্রাম থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে খবর আসে। নানুর থানার পুলিশ তাদেরকে ধাওয়া করে হাটসেরন্দি বাসস্ট্যান্ডের মোড়ে বাইক আরোহীদের দাঁড় করায়। তাদের তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু কার্তুজ বেরিয়ে আসে।
ধৃত দুই ব্যক্তি নানুর থানার পালুন্দি গ্রামের বাসিন্দা জানা গেছে তাদের নাম মিঠুন ও জাহির। এই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। বোলপুরের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ। বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল নাকি কোনরকম নাশকতার পরিকল্পনা ছিল তা এই মুহূর্তে এখনো জানা যায়নি তদন্ত নেমেছে বীরভূম জেলা পুলিশ।