শুভময় পাত্র, বীরভূম:- অবৈধ বালি বোঝাই ২ টি ট্রাক্টর আটক করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ। পাচারের আগেই অবৈধ বালি বোঝাই ২ টি ট্রাক্টর আটক করল পুলিশ। অবৈধ বালি পাচার রুখতে তৎপর বীরভূম জেলা পুলিশ। পাথরের মত বালিও অবৈধ ভাবে পাচার করছে পাচারকারীরা। বৈধ নথি ছাড়া বালি বহনের অভিযোগে প্রায়ই পুলিশের হাতে বালি বোঝাই লরি বা ট্র্যাক্টর ধরা পরছে।
গতকাল রাত্রে অবৈধ ভাবে ২টি বালি বোঝাই ট্রাক্টর আটক করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। বেশ কিছুদিন থেকে বিভিন্ন জায়গার নদী সহ অজয় নদী থেকে অবৈধভাবে বালি মাফিয়ারা বালি চুরি করছে বলে অভিযোগ। গতকাল রাত্রে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে চিনপাই কালীভাসা রোডের কাছে ২টি ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিশ।
ট্র্যাক্টরের দুই চালককেও গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের নাম সেখ রসিদুল ও নূর হোসেন। দুজনেরই বাড়ি দুবরাজপুর থানার বোদাকুড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, কোনও বৈধ নথি ছাড়াই ওই ট্র্যাক্টর গুলোতে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। সম্প্রতি জেলার বেশ কয়েকটি থানার পুলিশ অবৈধ বালি বোঝাই লরি ও ট্রাক্টর আটক করে।