তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মঙ্গলবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়।ঘটনাটি ঘটেছে পানাগড় সেনা ছাউনির এক নম্বর গেটের কাছে দু'নম্বর জাতীয় সড়কের উপর।দুর্ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে ছোট লরিটি কলকাতা থেকে প্লাস্টিকের বালতি বোঝাই করে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দু নম্বর জাতীয় সড়ক ধরে। পানাগর সেনা ছাউনির এক নম্বর গেটের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার ওপর উল্টে যায়।