সোমনাথ মুখার্জি,রাণীগঞ্জ :- শনিবার রানিগঞ্জের বাঁশড়া মোড় সংলগ্ন এলাকার একটি অত্যাধুনিক মোটর বাইকের শোরুমে ফিল্মি কায়দায় টেস্ট ড্রাইভের নামে বাইক নিয়ে পালাতে গিয়ে পুলিশের জালে ।
পুলিশ সূত্রে জানা যায়, জামুরিয়া আর শ্রীপুর এলাকার বাসিন্দা বছর ২২ এর তানভীর হোসেন । বাঁশড়া এলাকায় একটি মোটর বাইকের শোরুমে টেস্ট ড্রাইভের নামে একটি অত্যাধুনিক দামি গাড়ি নিয়ে পালিয়ে যায় । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাঞ্জাবি মোড় ফাঁড়িতে। পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনার বিবরণ পুলিশের বিভিন্ন দপ্তরে পাঠায়। এবং বাইকটির পিছন ধাওয়া করে পুলিশ।
বাইকটি নিয়ে দুষ্কৃতী দু'নম্বর জাতীয় সড়ক দিয়ে ঝাড়খণ্ডের দিকে পলায়ন করে। খবর দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে । বাইকটি পিছনে একসাথে তখন ধাওয়া করে রূপনারায়নপুর ফাঁড়ি ও রানীগঞ্জ পাঞ্জাবী মোড় ফাঁড়ির পুলিশ । বাইকটি সমেত দুষ্কৃতী কে থেকে ঝাড়খন্ড সীমান্তর কাছে পুলিশ ঘেরাও করে ধরে ফেলে।
ফিল্মি কায়দায় এই ধরনের চুরির বিবরণ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জের পুলিশ ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, ও.পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি মানব ঘোষ সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান।