সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর (Durgapur) ধোবি ঘাঁট এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম স্বপ্না দেবী (২১)। জানাগেছে তিনি বিহারের (Bihar) ছাপড়া (Chapra) জেলার অকিলপুর থানা এলাকার বাসিন্দা। স্বপ্নাদেবীর পরিবারের লোকজন সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital) আসেন। তা্রা স্বপ্নাদেবীকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন।
তাদের অভিযোগ, যৌতুকে মৃতার শ্বশুর বাড়ির লোকজন টাকার দাবি করেন৷ প্রায় এক লক্ষ টাকা দিলেও আরও ৫০ হাজার টাকার দাবিতে স্বপ্নাদেবীকে শারীরিক অত্যাচার করতো৷ রবিবার শ্বশুর বাড়ি'র লোকজন তাঁকে খুন করে মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital) ফেলে চম্পট দেয়। পরিবারের লোকজন জামাই সহ শ্বশুর বাড়ির লোকজনের শাস্তির দাবিতে দুর্গাপুর থানার পুলিসের দ্বারস্থ হয়।
জানা গিয়েছে, স্বপ্নাদেবীর প্রায় এক বছর আগে বিহারের সোনপুর থানা এলাকার বাসিন্দা টিঙ্কু রায়ের সাথে বিয়ে হয়। বিয়ের পরে তারা দুর্গাপুরের ধোবি ঘাঁট এলাকায় চলে আসে। তাদের তিন মাসের একটি শিশু সন্তান আছে। রবিবার স্বপ্নাদেবীর বাড়ির লোকজন খবর পাই তার মৃত্যু হয়েছে। তারা হাসপাতালে এসে মৃতদেহ দেখতে পাই। দোষীদের শাস্তি'র দাবি করেছেন মৃতার বাবা ধ্যান্নু রায়।