তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- 'ভোট পরবর্তী হিংসার পরেও সাধারণ মানুষ বিজেপির অনুষ্ঠানে যোগদান করছেন যেটা বিজেপি কর্মীদের কাছে বড় একটা পাওনা।' কাঁকসা দু'নম্বর কলোনিতে বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগদান করে এমনটাই বললেন বিজেপির কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী।
তিনি বলেন 'মা দুর্গা বিজেপি কর্মীদের শক্তি দিক যে শক্তি নিয়ে যে স্বৈরাচারী শাসনব্যবস্থা চলছে তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে। সেই সরকারকে যাতে আগামী দিনে তারা জনগণকে সাথে নিয়ে উৎখাত করতে পারি মা দুর্গার কাছে আমরা এটাই প্রার্থনা করি।'
রবিবার কাঁকসা দু'নম্বর কলোনি এলাকায় বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিজেপির কাঁকসা ২ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ চন্দ্র, পরিতোষ বিশ্বাস সহ বিজেপির কর্মী সমর্থকরা। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থিকদের একগুচ্ছ বার্তা দেন বিজেপির উচ্চ নেতৃত্ব।