সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ।শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানটি হয় বহুলা গার্লস স্কুল মাঠে । শনিবার সন্ধ্যায় বহুলা গার্লস স্কুল মাঠে আয়োজিত হয় বিজেপি দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নেতা তথা পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক তেওয়ারি ।
এদিন বক্তৃতার প্রথমেই জিতেন্দ্র বাবু উপস্থিত সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান । এর পরই তিনি আক্রমণ শানান তৃণমূলের বিরুদ্ধে । বলেন 'দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবে সবাই আনন্দ করতে চাই । কিন্তু পাণ্ডবেশ্বর এলাকার বিজেপি কর্মীদের মনে আনন্দ নেই । কারণ তৃণমূলের অত্যাচারে তারা আতঙ্কিত রয়েছে ।' জিতেন্দ্র বাবু অভিযোগ করেন 'গত বিধানসভা ভোটের ফল প্রকাশের পর এলাকার বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে তৃণমূল।'
বলেন 'যে বিজেপি কর্মী ঠিকাদারি করতো তার ঠিকাদারি বন্ধ করে দেওয়া হয়েছে । যারা বেসরকারি সংস্থায় কাজ করতো তাদের কাজ কেড়ে নেওয়া হয়েছে । আতঙ্কে অনেক বিজেপি কর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছে । এখনো কেউ কেউ নিজের ঘরে ফিরতে পারেনি । তবে এইভাবে বেশি দিন মানুষকে দমিয়ে রাখা যাবে না বলে জানান জিতেন্দ্র বাবু ।'