সংবাদদাতা,পূর্ববর্ধমান:- বর্ধমান (Bardhaman) শহরের বেড়মোড়ে বালি বোঝাই ট্রাক্টরের (Tractor)ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রের। দুর্ঘনায় জখম হয় মৃত ছাত্রের বাবা। পূর্ববর্ধমানের খণ্ডঘোষের কেশবপুর থেকে বাবার সঙ্গে বাইকে করে বর্ধমানের গোলাহাটে যাওয়ার পথে বেড়মোড় এলাকায় একটি বালি বোঝাই ট্রাক্টর বাইকটিকে ধাক্কা মারলে মন্তাসীর সেখে(১১) রাস্তার উপর ছিটকে পড়ে।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে (Burdwan Medical College & Hospital) ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।জখম বাবা আজমগীর সেখকেও বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ।
মন্তাসীর সেখ বর্ধমানের দেওয়ানদীঘি এলাকায় একটি বেসরকারি ইংরেজি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো।পুলিশ ঘাতক ট্রাক্টরটি ও চালককে আটক করেছে।