তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রবিবার দুপুরে পানাগড় বাজার থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো এলকায়।স্থানীয় বাসিন্দারা পচা দুর্গন্ধ পেয়ে জলাশয়ের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন।
এরপর কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।পানাগড় বাজারের অফিস পাড়া সংলগ্ন মুরুলি পুকুর নামের একটি জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ টি উদ্ধার হয়।মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।