সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর :- রবিবার পাণ্ডবেশ্বর এর সর্বজনীন শ্যামা পুজো, ত্রাণ সমিতির কালীপুজোর মণ্ডপের শুভ উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত তথা গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার । এই অনুষ্ঠানে মন্ত্রী সাথে ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ছিলেন পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি প্রমুখ। এদিন বেলা বারোটা নাগাদ প্রাণ সমিতির কালীপুজোর মন্ডপের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী ।
পূজো কমিটির সম্পাদক অজয় ধীবর জানান, প্রত্যেক বছর ত্রাণ সমিতির কালীপুজো পাণ্ডবেশ্বরের মানুষের নজর কাড়ে । বিগত দু'বছর করো না মাহামারীর কারণে সেভাবে আড়ম্বর হয়নি। তবে এ বছর আরম্বরের কোন খামতি নেই । কালী পূজার মন্ডপ হয়েছে আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে। মন্ডপের চার পাশ আদিবাসীদের নিত্যদিনের জীবন যাত্রার চিত্র ফুটে উঠেছে ।
আর আদিবাসী জীবন যাত্রার চিত্র সহকারে মন্ডপ হাওয়ায় মায়ের মূর্তিও আদিবাসী ঢঙেই তৈরি। অজয় বাবুর দাবি এবারে পাণ্ডবেশ্বর এর সকল মানুষের নজর কাড়বে তাদের পুজোর মন্ডপ । রেকর্ড ভিড় হওয়ার আশা রয়েছে তাদের । ছয় মাস আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এভাবেই হবে মণ্ডপ । এবং মন্ডপ তৈরিতে প্রায় দেড় মাস সময় লেগেছে।
ত্রাণ সমিতির কালীপুজোর মণ্ডপের শুভ উদ্বোধনের দিনে এলাকার বিশেষ কিছু মানুষকে ডেঙ্গি প্রতিরোধের বার্তা হিসেবে মশারি প্রদান করল ত্রাণ সমিতি। উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী বলেন, পাণ্ডবেশ্বর এর এত সুন্দর শ্যামা পূজোর মণ্ডপ এবং পরিবেশ দেখে মুগ্ধ তিনি ।