সংবাদদাতা, পূর্ববর্ধমান:- সদ্যজাত শিশুকন্যার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের নবাবহাট এলাকায়। রবিবার শহরের জিটি রোডের ধারে ডাস্টবিন থেকে উদ্ধার হয় দেহ।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে।
স্থানীয়দের অভিযোগ,রবিবার সকালে নবাবহাট এলাকায় জিটি রোডের ধারে একটি ডাস্টবিনের পাশে সদ্যজাত শিশুকন্যার দেহটিকে নিয়ে কুকুরে টানাটানি করছিলো।।স্থানীয়রাই কুকুরটিকে তাড়িয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
স্থানীয়দের আরও অভিযোগ, 'এলাকায় একাধিক নার্সিংহোম গজিয়ে উঠেছে।সেখান থেকেই সম্ভবত এই সদ্যজাত শিশুকন্যার দেহ ফেলে দেওয়া হয়েছে।পুলিশ এর তদন্ত করুক এবং যে বা যারা এরজন্য দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করুক।'