সংবাদদাতা,পূর্ববর্ধমান:- শাসকদলর গোষ্ঠী কোন্দল এবার রাস্তায়।তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপসারণের দাবীতে রাস্তা অবরোধে সামিল হল বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জামালপুরে মেমারি তারকেশ্বর রোডের চকদীঘি মোড়ে অবরুদ্ধ হয়।
শীর্ষ নেতৃত্বের নির্দেশে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন মেহমুদ খান। আর তারপরই গোল বেঁধেছে জামালপুরে।বিক্ষুদ্ধ নেতা কর্মীরা মেহমুদ খানকে ব্লক সভাপতি হিসেবে মেনে নিতে অস্বীকার করে। তাদের দাবী অবিলম্বে ব্লক সভাপতি পরিবর্তন করতে হবে।এই দাবীতে সন্ধ্যায় মেমারি তারকেশ্বর রোডে অবরোধ সামিল হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একাংশ।
চকদীঘি পঞ্চায়েতের প্রধান গৌড় সুন্দর মণ্ডল বলেন, এখানে এক ব্যক্তি এক পদ হয় নি।মেহমুদ খান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আবার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরা এটা মানবো না। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিক আমরা কি করবো। না হলে আমরা বসে যাবো।