নীলেশ দাস আসানসোল:- আসানসোল পৌরনিগমের 60 নম্বর ওয়ার্ডের সিংরায় বাবার আশ্রমে ধুমধামে পাতাল কালি পুজো অনুষ্ঠিত হয়।এই পাতাল কালি প্রতিমার পায়ে শিকল বেঁধে পুজো করা হয়।তবে কেন পাতাল কালি পুজো এমন হয়।
সেই প্রসঙ্গে জানা গিয়েছে 1976 সালে স্বপ্নাদেশ পেয়ে এই আশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত সিংরায় মারান্ডি এই পুজোর সূচনা করেছিলেন।সেই সময় থেকেই কালি প্রতিমার পায়ে শিকল বেঁধে এই পুজো হয়ে আসছে।মা কালির স্বপ্নাদেশ পেয়ে এই পুজো নিয়মরীতি মেনে হয়ে আসছে।
এলাকার এই পাতাল কালি খুব জাগ্রত কালি হয়ে উঠেছে।এই পাতাল কালির পুজোতে দুর দুরান্ত থেকে বহু ভক্তের সমাগমও হয়।