নীলেশ দাস আসানসোল:- আর মাত্র দুদিন পর কালীপুজো।তাই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আসানসোল দক্ষিণের কুমোরটুলিতে।প্রতিমায় রঙ ও সাজানোর কাজ চলছে।শনিবার কুমোরটুলিতে গিয়ে দেখা গেল মৃৎশিল্পীরা চরম ব্যস্ততা।
গত দুবছর করোনার জেরে নমো নমো করে কালী পুজো হওয়ায় মৃৎশিল্পীরা সম্যসায় পড়েছিলেন।তবে প্রতিমা গড়ার সামগ্রীর যেভাবে বেড়েছে সেই অনুযায়ী প্রতিমার দাম পাচ্ছেন না মৃৎশিল্পীরা।