তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কলকাতায় গত দুদিন আগে করুণাময়ী তে টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরির দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে রাজ্য বিজেপির নির্দেশে রাজ্য জুড়ে অবস্থান-বিক্ষোভে বসেছে বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে শনিবার বিকালে পানাগর বাজারে কাঁকসা ২ নম্বর মন্ডল এর পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভে বসেন বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন অবস্থান-বিক্ষোভে যোগ দেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি। রমন শর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ২ নম্বর মন্ডল এর সভাপতি ইন্দ্রজিৎ ঢালী বিজেপি নেতা অভিজিৎ চন্দ্র সহ অন্যান্যরা।
বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন গত দুদিন আগে কলকাতার বুকে চাকরির দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উপর পুলিশ যেভাবে অত্যাচার করেছে তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছে।রাজ্য সভাপতি নির্দেশে তারা আজ পানাগর বাজারে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা অবস্থান বিক্ষোভ করছেন।