সংবাদদাতা,পূর্ববর্ধমান:- সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে সরব হলেন তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মণ্ডল।রবিবাসরীয় সন্ধ্যায় বর্ধমানের মেহেদী বাগানে একটি কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। তিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা তথা তার প্রাক্তন স্বামীকে 'মস্তিষ্ক বিকৃত' হয়েছে বলে কটাক্ষ করেন।
তিনি বলেন, 'উনি তো কোথাও গুরুত্ব পান না। উনি যখন যে দলে থাকেন সেই দলকেই পাগল করে মারেন।তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলেছেন। এখন তিনি যে দলে আছেন সেই দলের বিরুদ্ধে বলছেন'।
'নিশ্চয় গুরুত্ব না পাবার মত কিছু করেছেন।তবে ওই দলে ক'দিন থাকবে তা নিয়েও তিনি সন্দিহান প্রকাশ করেন।' তিনি বলেন, রাজনীতি করতে আসা মানে পাবার জায়গা নয়।পদ চাই তা নয়।মানুষের জন্য কাজ করা।