সংবাদদতা,পূর্ববর্ধমান:- যাত্রী বিক্ষোভের জেরে আটকে গেল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। ডাউন রামপুরহাট বর্ধমান লোকালকে (Rampurhat-Bardhaman Local Train) খানা জংশন স্টেশনে (Khana Jn railway station) দীর্ঘক্ষণ আটকে রাখায় ক্ষুদ্ধ যাত্রীরা লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।ফলে ডাউন নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস (New Delhi Howrah Rajdhani Express) থেমে যায়।
যাত্রীদের অভিযোগ রামপুরহাট বর্ধমান লোকাল (Rampurhat-Bardhaman Local Train) কে প্রতিদিন দীর্ঘক্ষন খানা জংশন স্টেশনে দারকরিয়ে রাখাহয় এবং অন্য ট্রেন কে পাস করানো হয়, ফলে তাদের গন্তব্যে পৌঁছাতে প্রতিদিন এ দেরি হয়ে যায়।এর-ই প্রতিবাদে আজ তারা রেল লাইন নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হন।বিক্ষোভের ফলে ডাউন নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস আটকে পরে খানা জংশন স্টেশনে।বেশ কিছুক্ষন অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।