তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তেত্রিশ বছরে পদার্পণ করল পানাগড়ের অনুরাগপুর অনুজ সংঘ ক্লাবের দুর্গাপুজো।শুক্রবার সন্ধ্যায় পুজোর সূচনা করেন পানাগড় সেনা ছাউনির সেনা আধিকারিক তথা ইঞ্জিনিয়ার যুবরাজ মিনা। এদিন ফিতে কেটে পুজোর সূচনা করেন সেনা আধিকারিক সহ এলাকার বিশিষ্ট অতিথিরা।
ক্লাবের সদস্যরা জানিয়েছেন প্রতিবছরই তারা এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য পূজোর আয়োজন করেন এবং প্রতিবছর তাদের পুজোয় নানান চমক থাকে।এ বছর সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেনা আধিকারিককে দিয়ে তাদের পুজোর সূচনা করেছেন।দু'বছর কোরোনার জন্য তেমনভাবে পুজোর আয়োজন করা হয়নি। এবছর কোরোনার প্রকোপ তেমন না থাকায় মহা ধুমধামে পূজোর আয়োজন করা হয়েছে।পুজো উদ্বোধনের পরই পূজো মণ্ডপে প্রতিমা দর্শন করতে ভিড় জমান এলাকার মানুষ।