তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রনডিহা মোড় সর্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসার গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং,পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস সহ এলাকার বিশিষ্টজনেরা।
উদ্যোক্তারা জানিয়েছেন তাদের পুজো এবার ১০ বছরে পদার্পন করেছে।এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন কাঁকসার বিডিও। পুজো উদ্বোধন করার পরেই পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় জমান এলাকার মানুষ।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার দুস্থ ১০০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।