তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দুর্গাপুজোয় এলাকার মানুষের সাথে জন সংযোগ বাড়াতে পানাগড় বাজারে বিজেপির বুক স্টল উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই। এদিন ফিতে কেটে বুক স্টল উদ্বোধন করার পাশাপাশি এলাকার মানুষকে বই বিক্রি করতে দেখা যায় বিধাককে। এদিন বিধায়ক ছাড়াও উপিস্থত ছিলেন কাঁকসা দু নম্বর মন্ডলের বিজেপির মণ্ডপ সভাপতি ইন্দ্রজিৎ ঢালি,বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা সহ অন্যান্যরা।
বিধায়ক লক্ষণ ঘরুই জানিয়েছেন পুজোর মধ্যে মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি রাজ্যের বর্তমান অবস্থা ও বিজেপি দলটা কি তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য প্রতিবছরের মত এই বছরও তারা পানাগড় বাজারে বুক স্টলের উদ্বোধন করেছেন।