তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ৫২ তম বর্ষে পদার্পন করলো কাঁকসার ডাকবাংলো মনোজ পল্লী সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গা মন্দিরের পুজো। শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে মন্দিরের পুজোর সূচনা করেন কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসার আইসি সন্দীপ চট্টরাজ,কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,পানাগড় বন বিভাগের রেঞ্জার সুভাষ চন্দ্র পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন ফিতে কেটে মন্দিরের পুজোর দ্বার উদঘাটন করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন তারা এই পুজো গত কয়েক বছর ধরে এলাকার মহিলারা মিলে করছেন।তাদের পুজোয় এবছর আর্থিক অনুদান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী।যার ফলে এবছর ৫২ তম বর্ষ উপলক্ষ্যে জাঁকজমক ভাবেই পুজোর আয়োজন করেছেন।পুজো উপলক্ষ্যে আগামী ৪দিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।